ফের বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে ।এছাড়া পূর্ব ভারতের দিকে এগোচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। ফলে রাজ্য জুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামী ৩ থেকে ৪ ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে। ৫ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দিনও হাল্কা বৃষ্টি হবে। তবে সেই দিন থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এরপর থেকে বাড়বে তাপমাত্রা।
ভিজবে রাজধানী কলকাতাও। ৩ তারিখ মেঘলা থাকবে কলকাতা্র আকাশ।৪ তারিখ শুরু হবে বৃষ্টি। ৫ তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এরপর থেকেই শুষ্ক হতে থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে ৩ তারিখ থেকেই। পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান,বাঁকুড়া, মূর্শিদাবাদ এই জেলাগুলিতেই রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ৪ তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফেব্রুয়ারির ৩ ও ৪ তারিখ বজ্র-বিদ্যুৎ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং এবং কালিম্পং জেলার বেশ কিছু জায়গায় ধসেরও সম্ভবনা থাকছে। বজ্র- বিদ্যুৎসহ ভারী বৃষ্টির ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
শীতের শেষবেলায় এমন বৃষ্টিপাতের পূর্বাভাসে চিন্তা বেড়েছে রাজ্যের কৃষি বিজ্ঞানীদের। কারন মাঠ ভরা ফসল রয়েছে এই সময় গ্রাম বাংলায়। প্রকৃতি খাম খেয়ালী পনাতে আরো বেশী ক্ষতি হতে পারে কৃষকের আশঙ্কা রাজ্য কৃষি দপ্তরের।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দ্রুত ফসল তুলে গুদাম জাত করার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের আরও পরামর্শ ফসল বাঁচাতে ক্ষেতের জল নিকাশীর ব্যবস্থা করে রাখা জরুরি।