ব্রেকিং নিউজ রাজ্য

মহিলা কামরায় উঠলেই গ্রেপ্তার

লোকাল ট্রেনের মহিলা কামরা শুধুমাত্র মেয়েদের জন্যই সংরক্ষিত। কামরার গায়ে বড় বড় করে বাংলা, হিন্দি এবং ইংরেজি মিলিয়ে তিনটি ভাষাতেই তা লেখা থাকে। কিন্তু তা তোয়াক্কা না করে রোজ বিভিন্ন স্টেশনে জোর করে মহিলা কামরায় উঠে পড়ছে প্রচুর পুরুষযাত্রী। অনেকে মহিলাদের সঙ্গে অভব্য আচরণও করছে। তাতে বিঘ্নিত হচ্ছে মহিলাদের নিরাপত্তা। তাই নারী সুরক্ষায় জোর দিতে এবার মহিলা কামরা নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। জোর করে মহিলা কামরায় উঠলেই অভিযুক্ত পুরুষ যাত্রীকে গ্রেপ্তার করা হবে। আরপিএফকে এমনই কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতির জন্য এখন স্বাভাবিকভাবে লোকাল ট্রেন চলছে না। তবে, অনেকগুলি স্টাফ স্পেশাল ট্রেন চলছে। সাধারণ যাত্রীদের জন্য স্টেশনের টিকিট কাউন্টার থেকে লোকাল টিকিটও দেওয়া হচ্ছে। ফলে, কার্যত লোকাল ট্রেনের মতোই চলছে স্টাফ স্পেশাল ট্রেন। ট্রেনের সংখ্যা কম থাকায় ভিড় হচ্ছে বেশি। বিশেষ করে সকালের অফিস টাইমে এবং সন্ধ্যার পর ট্রেনগুলিতে ওঠাই দুষ্কর। রেল সূত্রে জানা গিয়েছে, ভিড়কে অজুহাত করে অনেক পুরুষ যাত্রী মহিলা কামরায় উঠে পড়ছে।

রেলের দাবি, শিয়ালদহ শাখায় মহিলা কামরায় পুরুষ যাত্রী ওঠার অভিযোগ সবচেয়ে বেশি। প্রায়ই এই অভিযোগ আসছে। তবে, আরপিএফ অভিযানও চালাচ্ছে। স্টাফ স্পেশালের মহিলা কামরায় ওঠার অভিযোগে একাধিক পুরুষ যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু, তারপরেও বন্ধ হয়নি এই প্রবণতা। গত ১৩ আগস্ট রাতে আপ কৃষ্ণনগর লোকালে বেশ কয়েকজন পুরুষ যাত্রী শিয়ালদহ, বিধাননগর ও দমদম থেকে মহিলা কামরায় উঠেছিল। তারা মহিলাদের কটূক্তি করার পাশাপাশি গায়ে হাত দেওয়ারও চেষ্টা করে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‌স্টাফ স্পেশালই হোক বা লোকাল, মহিলা কামরা মহিলাদের জন্যই সংরক্ষিত থাকবে। সেখানে পুরুষ যাত্রী উঠতেই পারবে না। তাও অনেকেই জোর করে উঠছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। তাই আরপিএফকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যাতে মহিলা কামরায় পুরুষ যাত্রী উঠেছে দেখলেই ধরপাকড় করা হয়।’‌