একটা সময় এটা ছিল একটি রেলস্টেশন। পরবর্তী সময়ে এখানে ট্রেন আসা বন্ধ হয়ে যায়। ফলে পরিত্যাক্ত স্টেশন বিল্ডিংটি একটি বাসভবনে পরিণত করা হয়েছিল। বর্তমানে সেটিই উঠেছে নিলামে, আপাতত দাম যা উঠেছে সেটা শুনলে চোখ কপালে উঠবে। বাড়িটি নিলামে দাম উঠেছে ৫ কোটি টাকা।
ব্রিটেনের ডেভনে ব্রামফোর্ড স্পিক-এর স্টেশন হল্টটি একটি বাড়ির আদলে গড়ে তোলা হয়েছে। এটা ছিল ব্রিটেনের গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে-র একটি শাখা লাইন। ১৮৮৫ সালে এই শাখা লাইনটি চালু করা হয়েছিল। ট্রেনও আসতো নিয়মিত। কিন্তু ১৯২৩ সালে এই স্টেশন থেকে রেলকর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবুও বন্ধ হয়নি ট্রেন চলাচল, কারণ সেটাকে হল্ট স্টেশন হিসেবে চালু রাখা হয়েছিল। এরপর দীর্ঘ ৪০ বছর এটি হল্ট স্টেশন হিসেবে চালু ছিল। তারপর ব্রামফোর্ড স্পিকের এই স্টেশনকে বন্ধ করে দেওয়া হয়। এরপর বেশ কয়েক বছর স্টেশন বিল্ডিংটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কিন্তু ব্রিটেনের রেল ঐতিহ্য ধরে রাখতে এই ঐতিহাসিক স্টেশনটি না ভেঙে সেটাকে একটি বসতবাড়ির রূপ দেওয়া হয়।
স্টেশনের প্ল্যাটফর্মকে বসার ঘর এবং টিকিটঘরটিকে বেডরুম হিসেবে গড়ে তোলা হয়েছে। পাশাপাশি এটা যে এক সময় রেলস্টেশন ছিল সেটা বোঝাতে পুরনো একটি ট্রেনের বগি এনে সাজিয়ে রাখা হয়েছে ওই বাড়ির সামনে। সম্প্রতি বাড়িটি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। যার দাম উঠেছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা, কিনবেন নাকি?
You must be logged in to post a comment.