দেশ ব্রেকিং নিউজ

বালেশ্বরে রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর

বালেশ্বরের রেল বিপর্যয় ভারতীয় রেলের বিরলতম দুর্ঘটনা। গোটা ঘটনায় পরিকাঠামো, সিগনালিং ব্যবস্থা নিয়ে আলোচনার মাঝেই বিপর্যয়ের প্রায় ৪৮ ঘণ্টার মাথায় সিবিআই তদন্তের সুপারিশ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার জরুরি ভিত্তিতে রেলবোর্ডের বৈঠক ডেকেছিলেন রেলমন্ত্রী। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে, এবং আগামী তদন্ত যাতে যথাযথভাবে হয়, তার জন্য রেল বোর্ড সিবিআই তদন্তের সুপারিশ করছে।’

অন্যদিকে,বালেশ্বর রেল দুর্ঘটনার পর কেন্দ্রীয় রেলমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছে বিরোধীরা। সেই দাবিতে সামিল হয়ে দলের অস্বস্তি বাড়িয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ ও বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী। রেলমন্ত্রীর ইস্তফা প্রসঙ্গে এবার বিরোধীদের একহাত নিয়ে বিজেপির সাংসদ ও সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পদত্যাগ কোনো বিষয়ের সুরাহা নয়। যারা ভীরু তাঁরা পালিয়ে যায়। মমতা ব্যানার্জি অনেকবার এরকমভাবে পালিয়ে গিয়েছিলেন।”

শুক্রবার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার পরই কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগের দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে এবার পাল্টা তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, “২০১০ সালের ২৮ মে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বেলাইন হয়েছিল। তখন কি আপনার পিসি তথা তৎকালীন রেলমন্ত্রী পদত্যাগ করেছিলেন? সেইসময় প্রায় ১৫০ জন যাত্রীর মৃত্যুর দায় নিয়ে তিনি কি রেলমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন?”এই দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর পাশেও দাঁড়িয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “মাননীয় রেলমন্ত্রী আইআইটির প্রাক্তনী।