বাংলাদেশ

করোনা সন্দেহে একাই রেলে এলেন রেলকর্তা

শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রোগের উপসর্গ দেখা দেওয়ায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের এক কর্মকর্তাকে সোমবার ঢাকায় নিয়ে আসা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ–ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনে আলাদা একটি বগি যুক্ত করে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এই ছবি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে।
যদিও কর্তৃপক্ষ বলছে, এটা কোয়ারেন্টিন কোচ। তাই পৃথকভাবে তাঁকে নিয়ে আসা হয়েছে। রেল কর্তৃপক্ষ এই কথা বললেও তাতে খরচ বেড়েছে রেলের। একজন কর্মকর্তাকে নিয়ে আসতে এই অপব্যবহার করা হয়েছে বলে অনেকে অভিযোগ তুলছে। ওই কর্মকর্তার নাম সাহিদুল ইসলাম। তিনি পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ পার্সোনেল অফিসার। সোমবার তাঁকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় নিয়ে আসা হয়। অতিরিক্ত একটি বগিতে তিনি একাই ঢাকায় যান।
সূত্রের খবর, দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন সাহিদুল ইসলাম। জ্বর কমছে না। উলটে কাশি শুরু হয়েছে। দেখা দিয়েছে শ্বাসকষ্টও। তাই তাঁকে রাজশাহীর ‘করোনা ডেডিকেটেড’ খৃষ্টান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। ঢাকার মহাখালিতে বেসরকারি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
রেল সূত্রে খবর, সাহিদুল ইসলামের করোনার উপসর্গ রয়েছে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তারা বললেন, তাঁকে ঢাকায় নিয়ে যেতে হবে। সে জন্য বনলতা এক্সপ্রেসে তাঁর জন্য আলাদা একটি বগি যুক্ত করে তাঁকে ঢাকায় আনা হয়েছে। এটা কোয়ারেন্টিন কোচ। করোনা রোগীদের জন্য এই কোচের ব্যবস্থা করা হয়েছে। ঢাকায় পৌঁছবার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।