দেশ ব্রেকিং নিউজ

অধিবেশনের প্রথম দিনেই সাংসদ পদ থেকে ইস্তফা রাহুলের!

সংসদ অধিবেশনের প্রথম দিন কেরলের ওয়েনাড লোকসভা আসনের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন রাহুল গান্ধি। সোমবার অধিবেশনের শুরুতেই লোকসভার প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের হাতে তুলে দেন ইস্তফা পত্র। তাঁর ইস্তফাপত্র গ্রহণও করেছেন স্পিকার। ফলে এখন থেকে ওয়েনাড ছাড়া শুধুমাত্র উত্তরপ্রদেশের রায়বরেলি লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবেন রাহুল।

চব্বিশের লোকসভা নির্বাচনে ওয়েনাড ও রায়বরেলি দুই আসন থেকেই জয়ী হন রাহুল। ফলে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তেই হতো তাঁকে। এরপরই ওয়েনাড ছাড়ার সিদ্ধান্ত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। এর আগে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর একটি আসন থেকে ইস্তফা দেওয়ার কথা জানান প্রাক্তন কংগ্রেস সভাপতি।

গত রবিবার দলের পক্ষ থেকে জানানো হয় রাহুল কেরালার ওয়েনাড আসন থেকে ইস্তফা দেবেন। তার বদলে ওই আসন থেকে প্রতিদ্বন্দিতা করবেন প্রিয়াঙ্কা গান্ধি। সেই মতো অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশের দিনই একটি কেন্দ্র থেকে পদত্যাগ করলেন রাহুল।