দেশ ব্রেকিং নিউজ

বিজেপিতে যোগ প্রাক্তন কংগ্রেস প্রধানের

দলের অন্দরে ভাঙন রুখতে ফের ব্যর্থ কংগ্রেস। রবিবারই বিজেপিতে যোগ দিলেন মণিপুরের প্রাক্তন কংগ্রেস প্রধান গোবিন্দাস কন্ঠৌজাম। মণিপুরের বিজেপি প্রধান এন বীরেন সিং–এর হাত ধরে তিনি নতুন দলে যোগ দেন। এই যোগদান নিয়ে আগে জল্পনা ছিলই। আজ বাস্কবায়িত হলো।

জুলাই মাসেই ব্যক্তিগত কারণ দেখিয়ে কংগ্রেসের সদস্যপদ ছাড়েন গোবিন্দাস। এরপর থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল। শাসকদলে যোগ দিয়েই তিনি বলেন, ‘‌আগামী বছরই মণিপুরে বিধানসভা নির্বাচন রয়েছে। ভারতীয় জনতা পার্টির জন্য আমি সর্বক্ষমতা দিয়ে লড়ব।’‌ মণিপুরের মুখ্যমন্ত্রী ছাড়াও তাঁর যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ অনিল বালুনি ও রাজ্যের ভারপ্রাপ্ত সভাপতি সম্বিত পাত্র।
মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, ‘‌আমিও কংগ্রেসে ছিলাম। কিন্তু গাড়ির চালকই যদি গভীর ঘুমে মগ্ন থাকে, তবে গাড়ি চলবে কীভাবে? হিংস, বনধ, অবরোধ লেগেই থাকত রাজ্যে। কিন্তু যবে থেকে কেন্দ্রের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে থেকেই মণিপুর শান্ত।’‌

নতুন দলে যোগ দিয়েই অসম-মিজোরাম সীমানা সমস্যা নিয়ে মুখ খোলেন প্রাক্তন কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘‌শীঘ্রই দুই রাজ্যের মধ্যে বিরোধ মিটে যাবে। ভুল বোঝাবুঝির কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। মণিপুরের সঙ্গেও নাগাল্যান্ডের সীমানা নিয়ে সমস্যা রয়েছে, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সমস্যাগুলির দ্রুত সমাধান হবে।’‌