প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাপুরুষ বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। চিন সেনার আগ্রাসনের ইস্যুতে এভাবেই আক্রমণ করলেন তিনি। হরিয়ানার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীকে কাপুরুষ বললেন তিনি। এমনকী দাবি করলেন, ‘কংগ্রেস সরকার ক্ষমতায় থাকলে ১৫ মিনিটের মধ্যে চিন সেনাকে উৎখাত করত ও ফেরত পাঠাত।’
হরিয়ানায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, ‘আমাদের দেশের ভেতরে পা রাখার ক্ষমতা চিনের ছিল না। আজ পৃথিবীতে এমন একটাই দেশ রয়েছে যার ভূখণ্ডে অন্য কোনও দেশের সেনা প্রবেশ করে ১২০০ বর্গকিলোমিটার দখল করে ফেলেছে। আর কাপুরুষ প্রধানমন্ত্রী বলছেন, দেশের জমি কেউ নেয়নি। বিশ্বে শুধুমাত্র ভারতই এমন দেশ যার জমি দখল করে নেওয়া হয়েছে।’
তিনি আরও আক্রমণ করে জানান, প্রধানমন্ত্রী নিজেকে দেশভক্ত হিসেবে দাবি করেন। এদিকে পুরো দেশ জানে ভারতের ভেতরে প্রবেশ করেছে চিনের সেনা। কেমন দেশভক্ত ও? আজ আমাদের সরকার থাকলে চিনের সেনাকে উৎখাত করে দেশের বাইরে ফেলে দিত। ১৫ মিনিটও লাগত না। এই প্রধানমন্ত্রী দেশকে বোঝে না, কৃষকদের বোঝে না, শ্রমিকদের শক্তি বোঝে না, হিন্দুস্তানের শক্তিই বোঝে না।
উল্লেখ্য, আগে রাহুল টুইটারে বুঝিয়েছিলেন ক্রোনোলজি। আর দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী প্রথমে বলেছিলেন সীমান্তে কোনও অনুপ্রবেশ হয়নি। তারপরই ভারত চিনের এক ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেয়। তারপর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, চিন ভারতের ভেতরে ঢুকে ভূমি দখল করেছে। এখন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানাচ্ছেন কোনও অনুপ্রবেশ হয়নি।