দেশ ব্রেকিং নিউজ

বন্ধ করা হল পুরীর মন্দির

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হল পুরীর শ্রী জগন্নাথ মন্দির। আপাতত ১৫ মে পর্যন্ত সাধারণের জন্য বন্ধ থাকবে মন্দিরের ফটক। এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির বন্ধ থাকলেও নিয়মিত পূজার্চনা হবে বলে জানানো হয়েছে। মন্দিরে প্রবেশ করতে পারবেন সেবায়েত ও কমিটির সদস্যরা। বাকিরা নয়।
শনিবার জেলাশাসক, পুলিশ সুপার, সেবায়েতদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্দির কমিটির প্রধান কৃষাণ কুমার। সূত্রের খবর, চন্দনযাত্রা, স্নানযাত্রা এবং রথযাত্রার কথায় মাথায় রেখে বাড়তি সতর্ক মন্দির কর্তৃপক্ষ। সেবায়েতদের মধ্যে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সেবায়েতদের সুচিকিৎসার জন্য নীলাদ্রি ভক্ত নিবাসকে কোভিড কেয়ার সেন্টারে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। নোডাল অফিসার করা হয়েছে মন্দির কমিটির প্রশাসক (উন্নয়ন)–কে। সেবায়েত ও তাঁদের পরিজনদের চিকিৎসার বিষয়টি দেখবেন তিনি।
আগামী ১৫ মে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে রথযাত্রার প্রস্তুতি। ১২ জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা। সূত্রের খবর, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গতবছরের মতো এবারও ভক্ত সমাগম ছাড়াই রথযাত্রার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে কর্তৃপক্ষ।