দুর্গাপুজো’কে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকায় যুক্ত করেছে ইউনেস্কো। দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ায় বৃহস্পতিবার তিলোত্তমায় হবে মহা মিছিল। পা মেলাবেন মুখ্যমন্ত্রীও। রেড রোডে তৈরি হয়েছে মঞ্চ। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট থেকে শুরু হবে এই মহা মিছিল। সেন্ট্রাল এভিনিউ হয়ে মিছিল ধর্মতলার ডরিনা ক্রসিং থেকে রানী রাসমণি রোড হয়ে পৌঁছবে রেড রোডে।
এই মহা মিছিলের জন্য বৃহস্পতিবার বন্ধ থাকবে কলকাতার বেশ কিছু রাস্তা। দেখে নিন কোন কোন রাস্তা দিয়ে চলাচল করা যাবে,
সেন্ট্রাল এভিনিউয়ের দক্ষিণমুখী রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে।
সেন্ট্রাল এভিনিউয়ের উত্তরমুখী রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারে। মিছিলের প্রয়োজনে কিছু সময়ের জন্য আংশিকভাবে ওই রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হতে পারে।
উত্তর ও মধ্য কলকাতায় এজেসি বোস রোড, এপিসি রোড, স্ট্রান্ড রোড ধরে যাতায়াত করতে পারে যানবাহন।
পূর্ব কলকাতা থেকে এজেসি বোস রোড, শেক্সপিয়র সরণি ধরে কুইন্সওয়ে, স্ট্রান্ড রোড হয়ে যাওয়া যাবে হাওড়ায়।
বৃহস্পতিবার যখনই প্রয়োজন ও রাত সাড়ে বারোটা থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত রেড রোডে বন্ধ থাকবে যান চলাচল।
আপতকালীন ছাড়া শহরে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে সবরকম মালবাহী গাড়ি চলাচল। নিরাপত্তা ও সুরক্ষার কারণে বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় নামছে তিন হাজার অতিরিক্ত পুলিশ।
মিছিল ও রেড রোডের নিরাপত্তায় থাকছেন ৪০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, পর্যাপ্ত সংখ্যক ইন্সপেক্টর ও অন্য পদমর্যাদার আধিকারিকরাও।
গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল এভিনিউ ধরে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত থাকছে ৫৫টি পুলিশ পিকেট। রাস্তা ও কন্ট্রোলরুমে থাকছেন যুগ্ম পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার পুলিশকর্তারা।