বিয়েটা অনেকটা চুপিসারেই করেছেন নায়িকা পূজা ব্যানার্জি। করোনাকালে লকডাউনের মধ্যে সামাজিক বিয়ে না হলেও আইনি বিয়ে করেন পূজা ও কুণাল ভর্মা। এবার মা হতে চলেছেন এই অভিনেত্রী। পরিবারে নতুন অতিথির আগমণ উপলক্ষে ঢাকঢোল পিটিয়েই অন্তঃসত্ত্বা অবস্থার ফটোশুটের মাধ্যমেই জানান দিলেন পূজা। আর ফটোশুটের সেই ছবি নায়িকা নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। সম্প্রতি পূজার সাধ ভক্ষণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেই ছবিও তিনি শেয়ার করেছিলেন।
দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ এবং সোহমের সঙ্গে ‘লাভেরিয়া’র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন পূজা। এই নায়িকা কুণালের সঙ্গে ৯ বছর প্রেম করেছেন। এরপর ২০১৭ সালে আচমকাই বাগদান করেছিলেন। একসময় বহু হিন্দি ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন পূজা। হিন্দি ধারাবাহিকের হাত ধরে তার অভিনয় ক্যারিয়ারের শুরু হয়েছিল। বেশ কিছু হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করার পর বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। এছাড়া ওয়েব সিরিজেও কাজ করেছেন পূজা।