মার্কিন কবি ও প্রাবন্ধিক লুই এলিজাভেথ গ্লুক সাহিত্যে চলতি বছরের নোবেল পুরস্কার পেয়েছেন। সুইডিশ একাডেমি বলেছে, সরল ও সৌন্দর্যময় সুস্পষ্ট কাব্যিক কণ্ঠস্বরের জন্য এ বছর সাহিত্যের নোবেল পুরস্কার দেয়া হয়েছে ৭৭ বছর বয়স্ক লুই গ্লুককে। তার কাব্যিক ঢং স্বতন্ত্র অস্তিত্বকে সার্বজনীন করে তোলে।
বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় সুইডিশ একাডেমি বিশ্বের সম্মানজনক এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে। আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) বহুল কাঙ্ক্ষিত শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।