দেশ ব্রেকিং নিউজ

জোটে রাজি কংগ্রেস ঘোষণা প্রিয়াঙ্কার

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী দলের সঙ্গে জোট করতে আপত্তি নেই কংগ্রেসের। লখনউতে দাঁড়িয়ে ঘোষণা করলেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস কি উত্তরপ্রদেশের ৪০৩ আসনে একা লড়বে? এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কার জবাব, ‘‌এটা এত তাড়াতাড়ি বলা কঠিন। তবে আমি জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমরা খোলা মনে জোটের জন্য রাজি। আমাদের লক্ষ্য বিজেপিকে হারানো।’‌

মায়াবতীর সঙ্গে কংগ্রেসের সম্পর্ক এখন অহি–নকুল। আবার উত্তরপ্রদেশে বিএসপির জনভিত্তিও এখন তলানিতে। সেক্ষেত্রে, কংগ্রেসের একমাত্র বিকল্প হতে পারে সমাজবাদী পার্টি। যারা কিনা আগেই ঘোষণা করেছে, এবারের ভোটে বড় কোনও দলের সঙ্গে তাঁরা জোট করবে না। জোট করলেও ছোট দলগুলির সঙ্গে।

২০১৭ সালে রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয়বারের জন্য লখনউ দখলের স্বপ্ন দেখেছিলেন অখিলেশ। তবে, রাজনীতি সম্ভাবনার খেলা। তাই এত আগে থেকে কোনওকিছুই বলে দেওয়া যায় না।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে যোগীর বিজেপিকে সমানে সমানে টক্কর দিয়েছে অখিলেশের সমাজবাদী পার্টি। যদিও, বোর্ড গঠনের ক্ষেত্রে বিজেপির অর্থ ও প্রশাসনিক ক্ষমতার কাছে হার মানতে হয়েছে সমাজবাদী পার্টিকে। বিধানসভার আগে তাল ঠুকছে তারা। উত্তরপ্রদেশে দলের পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন করে কংগ্রেসকে চাঙ্গা করে তোলার চেষ্টার কসুর করছেন না প্রিয়াঙ্কা। ছোটবড় সবরকম ইস্যুতে যোগী সরকারকে আক্রমণ, দলের সংগঠনের রদবদল, মাঠে নেমে কাজ করা, অন্যায়ের প্রতিবাদ করা। সবই করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। রাজ্যের ৪০৩ আসনে একা লড়ার মতো ক্ষমতাও কংগ্রেসের নেই। তাই তিনি অন্য দলের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখছেন।