আন্তর্জাতিক

ফ্রান্সের প্যারিসে ভারতের প্রধানমন্ত্রী

তিনদিনের বিদেশ সফরের শেষ দিনে ফ্রান্সের প্যারিসে ভারতের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালেই ডেনমার্কের কোপেনহেগেন থেকে সরাসরি ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছান প্রধানমন্ত্রী‌ নরেন্দ্র মোদী। আগে থেকেই সম্ভাবনা ছিল ফ্রান্সে গিয়ে ফ্রান্সের নবনির্বাচিত রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাত্‍ করতে পারেন মোদী।

সেই মতো ইউরোপ সফরের শেষ দিনে ফ্রান্স প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে প্যারিসে পৌছেই মোদী সরাসরি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্‍ করতে এলিসি প্যালেসে পৌঁছান। সেখানে তাঁর জন্য আগে থেকেই অপেক্ষা করছিলেন সস্ত্রীক ম্যাক্রো। ভারতের প্রধানমন্ত্রীকে দেখেই ম্যাক্রো তাঁকে বুকে টেনে নেন। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সূত্রে খবর, মোদী এবং ম্যাক্রোর মধ্যেকার বৃহস্পতিবারের এই বৈঠকে ভারত এবং ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তবে এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ। ইউক্রেনে যেভাবে সাধারণ নাগরিকের মৃত্যু ঘটছে দুই দেশই তার নিন্দা করে যত দ্রুত সম্ভব শান্তি ফেরানোর বার্তা দিয়েছে।

উল্লেখ্য, সোমবার ২ মে থেকে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিদেশ সফর। করোনাকাল কাটিয়ে এই প্রথম বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী। এই তিনদিনের বিদেশ সফরে তিনটি উল্লেখযোগ্য ইউরোপীয় দেশ তথা জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।