পিছিয়ে গেল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের দিন। সূত্র মারফত জানা গিয়েছে, সম্ভবত আগামী রবিবার, অর্থাৎ ৯ জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মোদি।
এর আগে জানা গিয়েছিল, শনিবার ৮ জুন শপথ নেবেন তিনি। বুধবার বিকেলেই বিদায়ী মন্ত্রিসভার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এনডিএ’র বৈঠক হয়। সেখানেই শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে বিশদে আলোচনা হয়।