Prime Minister Shekh Hassina announced economic package for Bangladesh to protect financial crisis in this Corona situation.
পরিবেশ বাংলাদেশ

দেশবাসীকে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

মশারি টাঙিয়ে জীবনের সুরক্ষার পরামর্শ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার সঙ্গে যদি আবার মশা যোগ হয়, ডেঙ্গি আসে, সেটা আরও মারাত্মক হয়ে যাবে। সে জন্য পরিষ্কার–পরিচ্ছন্নতা একান্তভাবে দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‌মশার প্রাদুর্ভাব আস্তে আস্তে শুরু হবে। তারপর আসবে ডেঙ্গি।’‌
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই আর্জি জানান। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, ৮টি বিভাগীয় কমিশনারের কার্যালয়, ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই ভিডিও কনফারেন্সে অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের কিন্তু আরও সতর্ক থাকবে হবে। যেহেতু মেয়র সাহেব আছেন এখানে, আমি বলছি, কালকে যখন ঘুমাতে গেলাম তখন মাঝে মাঝেই দেখলাম মশারা সংগীতচর্চা করছে। মশার গান শুনলাম। গুনগুন করে কানের কাছে বেশ গান গাইছিল। অর্থাৎ মশার প্রাদুর্ভাবটা কিন্তু আস্তে আস্তে শুরু হবে। তারপর আসবে ডেঙ্গি। এই ব্যাপারগুলো আমাদের এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।’‌
এরপরই প্রধানমন্ত্রীর পরামর্শ, সকলে মশারি টাঙিয়ে ঘুমান। অনেকে এখন মশারি ব্যবহার করে না। শুধু মশার ওষুধ দেয় বা কয়েল জ্বালায় বা মশার ওষুধ ছেঁটায়। সেটাও তো নিঃশ্বাস–প্রশ্বাসে যায়। তাই নিজের বাড়িঘর শুধু না, যে যে এলাকায় বাস করছে, আশপাশে কোথাও যেন জল জমতে না পারে। সবার দৃষ্টি দেওয়ার অনুরোধ জানাচ্ছি।