আগামীকাল ৩০ ডিসেম্বর, শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই ‘বন্দে ভারত’ ট্রেনের উদ্বোধনে হাওড়ায় যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বেশ কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন সংলগ্ন চত্বর, হোটেল, আবাসন সহ সমস্ত জায়গায় চলছে চেকিং। স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি। স্টেশনে ঢোকার পথে দিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড। ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে হাওড়া স্টেশনকে। এদিকে, পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, হাওড়ায় তিনটি প্ল্যাটফর্মের ট্রেন চলাচল তিনদিন পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোডও তিনদিন বন্ধ থাকবে।
ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২৮ ডিসেম্বর রাত বারোটার পর থেকে ৩০ তারিখ শুক্রবার দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে স্টেশনের নিউ ক্যাব রোড। একইসঙ্গে হাওড়া স্টেশনের ২১, ২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্মে ২৮ তারিখ রাত বারোটার পর থেকে ৩০ তারিখ দুপুর ২টো পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। জানা গিয়েছে,এই তিন প্ল্যাটফর্মে যাতায়াত করা ট্রেন অন্য প্ল্যাটফর্ম দিয়ে চলবে।
সূত্রের খবর, ৩০ ডিসেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে পৌঁছেই বিমানবন্দর থেকে সোজা হেলিকপ্টারে আরসিটিসি হ্যালিপ্যাডে উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর সকাল ১০.৩০ নাগাদ হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশনে পৌঁছে প্রধানমন্ত্রী ‘বন্দে ভারত’এক্সপ্রেসের উদ্বোধন-সহ একাধিক রেল প্রকল্প উদ্বোধন করবেন।