আরও সংকটজনক অবস্থায় প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ভেন্টিলেশনে থেকেও কোনও উন্নতি হয়নি। বরং এখনও তিনি সংকটজনক অবস্থাতেই রয়েছে। ভেন্টিলেশনে থেকেই সুস্থ হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সামান্য উন্নতি বলতে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া তাঁর শারীরিক অবস্থার উন্নতির কোনও খবর এখনও পর্যন্ত নেই। এই অবস্থায় বাবার জন্য যেটা সর্বোত্তম সেটাই প্রার্থনা করলেন তাঁর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
ইতিমধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনায় তাঁর পৈতৃক ভিটে বীরভূমের কীর্ণাহারে যজ্ঞ হয়েছে। চলছে পুজো অর্চনা। শুধু কীর্ণাহারই নয়, নানা জায়গাতেই প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন মানুষ। বুধবার সকালে শর্মিষ্ঠা ট্যুইটে লিখেছেন, গত বছর ৮ আগস্ট আমার জন্য অন্যতম একটা আনন্দের দিন ছিল। কারণ সে দিন আমার বাবা ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। ঠিক তার এক বছর পর ১০ আগস্ট তিনি সংকটজনক অবস্থায় রয়েছেন। তাঁর জন্য যেটা সবচেয়ে ভাল হয়, তাই যেন করেন ঈশ্বর। মন স্থির রেখে জীবনের আনন্দ ও দুঃখ দুটোই যেন মেনে নিতে পারি, সেই শক্তি দিতে বলছি ঈশ্বরকে।’
উল্লেখ্য, সোমবার রাতেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। হাসপাতালে তাঁকে পরীক্ষা করে দেখা যায় যে তাঁর মস্তিস্কের একটি জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। তড়িঘড়ি অস্ত্রোপচার করে সেই রক্ত বের করা হয়। এরপর দিল্লি আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতাল থেকে এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সেই থেকে এখনও তাঁর শারীরিক পরিস্থিতির কোনও হেরফের হয়নি। বরং অবনতি হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার। সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতি।
প্রণব–পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, ৯৬ ঘণ্টা না কাটলে চিকিৎসকদের পক্ষে কিছু বলা সম্ভব নয়। অস্ত্রোপচারের আগে নানা টেস্ট করতে গিয়ে ধরা পড়ে, কোভিডও বাসা বেঁধেছে প্রাক্তন রাষ্ট্রপতির শরীরে। ভারতরত্ন প্রণবের অবস্থার অবনতির খবরে দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দল নির্বিশেষে রাজনৈতিক নেতারা তো দিনভর তাঁর খোঁজ নিয়েছেনই, সোশ্যাল মিডিয়াতেও উদ্বেগ প্রকাশ করেন বহু সাধারণ নাগরিক। এদিন প্রণবের আরোগ্য কামনা করে টুইট করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল–সহ অনেকেই। প্রণব–কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন উপ–রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
