দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার গ্রেফতারের আশঙ্কা প্রকাশ আম আদমি পার্টির নেত্রী তথা মন্ত্রী আতিশীর। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কিছুদিনের মধ্যেই ইডি তাঁকে গ্রেফতার করবে।
একইসঙ্গে আতিশী বলেন,’সৌরভ ভরদ্বাজ,রাঘব চাড্ডাকেও গ্রেফতার করা হবে।’ সোমবারই দিল্লির আদালতে ইডি জানিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, মূল হোতা বিজয় নায়ারের সঙ্গে যোগাযোগ রাখতেন আতিশী এবং সৌরভ ভরদ্বাজ। আতিশীর অভিযোগ, তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে, বিজেপিতে যোগ দিয়ে রাজনৈতিক কেরিয়ার রক্ষা করার জন্য। যদিও সেই প্রস্তাব নাকচ করে আপ নেত্রী বলেন,’আমি অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক, ভগৎ সিংহের আদর্শকে সামনে রেখে রাজনীতি করি। আমি কিছুতেই বিজেপির সঙ্গে বোঝাপড়া করব না।‘
অন্যদিকে, আবগারি দুর্নীতি মামলায় দিল্লি আদালত সোমবারই দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি আবগারি নীতি মামলায় ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে।