আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ভূমিকম্প তাইওয়ানে। বুধবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপেই-তে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪.৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সুনামির সতর্কতা রয়েছে দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপ এবং ফিলিপিন্সেও।

জানা গিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৭ টা ৫৮ মিনিট নাগাদ তাইওয়ানের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে। রাজধানী তাইপেইয়ে অনুভূত হয় কম্পন। কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে একাধিক বাড়ি ভেঙে পড়ে। আশঙ্কা, ভেঙে পড়া বাড়িতে আটকে রয়েছে কিছু মানুষ। পূর্ব তাইওয়ানের অন্যতম পর্যটনকেন্দ্র হুয়ালিয়েনের একাধিক বাড়ির ভিত্তিপ্রস্তর নড়ে গিয়েছে বলে খবর। তবে হতাহতের কোনো খবর নেই।