আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল দুর্যোগের সম্ভাবনা

চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টি হবেনা বলেই জানা গিয়েছে। সেইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাবে বলেই জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাস বলছে, শুক্রবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। তবে, গুমোট আবহাওয়া জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও। শুক্রবার বিকেলের পর থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় শুক্রবার থেকে তাপমাত্রা দু-তিন ডিগ্রি বাড়বে। তবে,উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।