কলকাতা ব্রেকিং নিউজ

ছটে কলকাতায় পুলিশের নিরাপত্তার কড়াকড়ি, পথে থাকবে ৪০০০ পুলিশ

ছটে কলকাতার রাস্তায় থাকছে প্রায় চার হাজার পুলিশ। রাস্তায় থাকছেন ৩৫ জন ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। কলকাতার মোট ১৩৩টি গঙ্গার ঘাট, ছোট পুকুর, তৈরি হওয়া জলাধারে ছট পুজো অনুষ্ঠিত হবে।

ছট পূজায় ‘গঙ্গা স্নান‘ এবং ‘ডান্ডি’-তে ভক্তদের বৃহৎ সমাবেশের সম্ভাবনায় শিয়ালদহ বিভাগ রবিবার সকাল ৯ টা থেকে সোমবার বেলা ৩টে পর্যন্ত চক্র রেলের ট্রেনগুলি নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে৷

রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছট পূজায় হাজার হাজার ভক্ত নদীতীরে আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ভক্তদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর লক্ষ্য হল ভিড়কে কার্যকরভাবে পরিচালনা করা এবং পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখা। গঙ্গা বা জলাধারে যাতায়াতের পথে যাতে নিষিদ্ধ শব্দবাজি না ফাটানো অথবা ডিজে না বাজানো হয়, সেই ব্যাপারে বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।