আন্তর্জাতিক

মুখোমুখি নরেন্দ্র মোদী–জো বিডেন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার জো বিডেনের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে সেটা ভার্চুয়াল মাধ্যমে। শুক্রবার ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে প্রস্তাবিত চতুর্দেশীয় অক্ষ বা কোয়াড বৈঠক রয়েছে। সেখানে ভিডিও মাধ্যমে অংশ নেবেন এই চার দেশের রাষ্ট্রপ্রধানরা। উঠে আসবে করোনা ভ্যাকসিনের কথাও।
এই চতুর্দেশীয় অক্ষ বা কোয়াড তৈরির প্রস্তাবের পেছনে মূল কারণ ছিল জলপথে চিনের একচেটিয়া আধিপত্য প্রতিরোধ করা। আনুষ্ঠানিকভাবে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চার দেশের মধ্যে বাণিজ্যিক, কৌশলগত ও সামরিক আদানপ্রদানে জোর দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছিল। তবে এই চতুর্দেশীয় অক্ষের উত্থান যে চিনকে চাপে রাখার জন্যই তা স্পষ্ট। ক্ষমতায় এসেই চিনকে চাপে রাখবে বলেছিলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট।
বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে চলেছে সমসাময়িক ইস্যুগুলি। যার মধ্যে অন্যতম করোনা অতিমারি। বৈঠকে চার দেশের মধ্যে করোনা টিকা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। পাশাপাশি দুই মার্কিন সংস্থা নোভাভ্যাক্স ও জনসন অ্যান্ড জনসন ভারতে টিকা উৎপাদন করার ছাড়পত্র নিয়েও আলোচনা হতে পারে।
উল্লেখ্য, কোয়াড বৈঠকের দিক কড়া নজর রেখেছে চিন। বেজিংয়ের পক্ষ থেকে প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে জানান, চার দেশের রাষ্ট্রপ্রধানরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেই সওয়াল করবেন বলে আশা বেজিংয়ের। আসলে তারা ভয় পেয়ে গিয়েছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।