দেশ লিড নিউজ

মোদী মন্ত্রিসভায় ৯০ শতাংশ কোটিপতি!‌

দ্বিতীয় মোদী সরকারের প্রথম রদবদল ও সম্প্রসারণ ঘটেছে। এবার সামনে চলে এল চাঞ্চল্যকর রিপোর্ট। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআই)–এর এই রিপোর্ট অনুযায়ী, মোদী সরকারের ৯০ শতাংশ মন্ত্রীই কোটিপতি। ৪২ শতাংশ মন্ত্রীর নামে ফৌজদারি মামলা রয়েছে।

এই মন্ত্রীদের সম্পদ নিয়ে বিশ্লেষণ করা হয়েছে এডিআর রিপোর্টে। সেখানে দেখা যাচ্ছে, ৯০ শতাংশ কেন্দ্রীয় মন্ত্রীই (৭০ জন) কোটিপতি। কেন্দ্রীয় মন্ত্রীদের মাথাপিছু গড় সম্পদ ১৬ কোটি ২৪ লক্ষ টাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী, চারজন মন্ত্রীর সম্পত্তি ৫০ কোটি টাকারও বেশি। এই তালিকায় শীর্ষে রয়েছেন সদ্য মোদী মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া কংগ্রেসত্যাগী নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৯৫ কোটি টাকা। সম্পত্তির নিরিখে সিন্ধিয়ার পরে রয়েছেন যথাক্রমে পীযূষ গোয়েল (৯৫ কোটি), নারায়ণ রানে (৮৭ কোটি) ও রাজীব চন্দ্রশেখর (৬৪ কোটি)।

এডিআর–এর রিপোর্ট অনুযায়ী, মোদী সরকারের ৩৩ জন মন্ত্রীর নামে (৪২ শতাংশ) ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের মধ্যে ২৪ জনের (৩১ শতাংশ) বিরুদ্ধে রয়েছে খুন, খুনের চেষ্টা ও ডাকাতি সহ গুরুতর অপরাধের মামলা। নির্বাচনী হলফনামা অনুযায়ী, বাংলা থেকে সদ্য মোদী মন্ত্রিসভায় যোগ দেওয়া কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের (ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায়) মামলা রয়েছে। খুনের চেষ্টার মামলা (৩০৭ ধারায়) রয়েছে মোদী সরকারের চারজন মন্ত্রীর নামে। সেই তালিকাতেও নাম রয়েছে নিশীথ প্রামাণিক ও বাংলা থেকে সদ্য মন্ত্রী হওয়া জন বারলার। পাঁচজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রতি ভঙ্গের অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে।
রিপোর্টে মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও আলোকপাত করা হয়েছে। দেখা যাচ্ছে, ৭৮ জন মন্ত্রীর মধ্যে ১২ জনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে। ৬৪ জন মন্ত্রী হলফনামায় জানিয়েছেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি। দু’জন মন্ত্রী ডিপ্লোমা হোল্ডার।