খেলাধুলা ব্রেকিং নিউজ

Paris Olympics: শুটিংয়ে ব্রোঞ্জ পদক ভারতের স্বপ্নিলের

প্যারিস অলিম্পিক্সে ফের পদক জিতল ভারত। পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে। বৃহস্পতিবার দেশের ঝুলিতে এল তৃতীয় পদক। তিনটি পদকই জিতলেন ভারতীয় শ্যুটাররা।

৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে এটাই প্রথম পদক জয় ভারতের। প্রথম ভারতীয় শ্যুটার হিসাবে এই প্রতিযোগিতার ফাইনালে ওঠেন মহারাষ্ট্রের স্বপ্নিল। তৃতীয় সিরিজের প্রথম তিনটি শটে স্বপ্নিল স্কোর করেন যথাক্রমে ১০.৪, ৯.৪ এবং ৯.৯। চতুর্থ স্থানে থাকা প্রতিযোগী তাঁকে টপকে যেতে না পারায় তিন নম্বরে থেকে যান স্বপ্নিল।