রাজ্য লিড নিউজ

বোমা মেরে আমডাঙার পঞ্চায়েত প্রধানকে খুন, উত্তপ্ত গোটা এলাকা

জয়নগরের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আমডাঙায় খুন হয়ে গেলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান। সোমবার জয়নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্কর খুনের পর বৃহস্পতিবার আমডাঙার তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মন্ডলকে বোমা মেরে খুন করা হল। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যের পরে বাজার করতে এসে দুষ্কৃতীদের হাতে খুন হন আমডাঙ্গার গ্রাম পঞ্চায়েতের প্রধান। পুলিশ সুত্রে জানা যায় বোমায় গুরুতর আহত পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মন্ডলকে বারাসাতে চিকিৎসার জন্য নিয়ে এলেও তাঁর আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয় নি।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজের চার চাকা গাড়ি নিয়ে কামদেবপুর হাটে বাজার করতে আসেন রূপচাঁদ মন্ডল। হাটবার থাকায় হাটে ভীড় ছিল। গাড়ি থেকে নামার পরেই বাইকে চড়ে আসা জনা চারেক দুষ্কৃতী আচমকাই একাধিক বোমা মারে। বোমা তার কাঁধে এসে লাগে। বোমা মেরেই দুষ্কৃতীরা চম্পট দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাতের ডাকবাংলো মোড়ের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও প্রাণে বাঁচেন নি তিনি। ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙ্গা। খুনের ঘটনায় এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।