যুদ্ধ বিরামের সুযোগ নিয়ে সীমান্তের ও প্রান্তে ‘লঞ্চিং প্যাডে’ ওঁত পেতে রয়েছে ১৪০ জন জঙ্গি। সুযোগ পেলেই জম্মু–কাশ্মীরে ঢুকে নাশকতার অপেক্ষায় রয়েছে তারা। যদিও নিরাপত্তাকর্মীদের কড়া নজরে সেই পরিকল্পনা দীর্ঘ দিন ধরে কার্যকর করতে পারছে না তারা। সেনা বাহিনীর এক উচ্চপদস্থ কর্তা এই কথা জানিয়েছেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে বেরিয়ে আসতে আপাতত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে চাইছে পাকিস্তান। জঙ্গি দমনের জন্য প্রকাশ্যে নানা পদক্ষেপ করছে। কিন্তু আড়ালে জঙ্গি পাঠিয়ে ভারতকে অস্থির করার চেষ্টা বন্ধ রাখেনি ইসলামাবাদ।’ ইতিমধ্যেই একাধিকবার ড্রোন পাঠিয়ে এখানেরছবি তুলেছে পাক জঙ্গিরা।
এদিন সেনাকর্তা জানান, আগেও ‘লঞ্চিং প্যাডে’ জঙ্গিদের উপস্থিতি টের পেয়েছে সেনা। কিন্তু কড়া নজরদারির ফলে তারা আগেরবার ফিরে যায়। এবারে ফের সক্রিয় পাকিস্তান। সেনার দাবি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে বহিরাগত জঙ্গিদের কম দেখা যাচ্ছে উপত্যকায়। হয় তারা গোপন আস্তানায় লুকিয়ে পড়েছে, কিংবা পাহারের গুহায় আশ্রয় নিয়েছে। প্রকাশ্য গতিবিধি কিছুটা হলেও কমেছে। স্থানীয় বাসিন্দারা জঙ্গি শিবিরে যোগ দিতে চাইলে, কড়া হাতে মোকাবিলা করা হবে বলে জানানো হয়েছে।