দেশ লিড নিউজ

পাক লঞ্চপ্যাডে ভারতে ঢোকার অপেক্ষায় ৩০০ জঙ্গি

কয়েকদিন ধরেই এনকাউন্টার শুরু হয়েছে ভূস্বর্গ কাশ্মীরে। আর তাতেই উত্তপ্ত হয়েছে কাশ্মীর। এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরক হানা, আকাশে সন্দেহভাজন ড্রোনের ঘোরাঘুরি, সেনা–জঙ্গি গুলির লড়াই সরগরম উপত্যকা। এই পরিস্থিতিতে আরও ভয়ঙ্কর এক বিপদের আভাস দিলেন জম্মু–কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নিয়ন্ত্রণরেখার ওপারে অপেক্ষায় রয়েছে ২৫০ থেকে ৩০০ জন জঙ্গি। একাধিক লঞ্চপ্যাডে ভারতে অনুপ্রবেশের জন্য প্রস্তুত তারা।

ইতিমধ্যেই হিজবুল মুজাহিদিন কমান্ডারকে নিকেশ করা হয়েছে। তার উপর একসঙ্গে পাঁচ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এই পরিস্থিতিতে তিনি বলেন, ‘‌সীমান্ত দিয়ে মাদক এবং অস্ত্র পাচারের চেষ্টা চলছে। তার জন্য বিভিন্ন সুরঙ্গ ব্যবহার করা হচ্ছে। কয়েকটি সুরঙ্গ সম্প্রতি নজরেও এসেছে। পাকিস্তানের দিক থেকে সীমান্তে ড্রোনের উৎপাত বেড়েছে। জইশ–লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলি ক্রমাগত ড্রোনের মাধ্যামে অস্ত্র পাচার চালিয়ে যাচ্ছে।’‌ সীমান্তে লঞ্চপ্যাডে আশ্রয় দেওয়া থেকে শুরু করে, ভারতীয় সেনাকে গুলির লড়াইয়ে ব্যস্ত রেখে জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান বলে খবর।

উল্লেখ্য, গত মাসে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে জঙ্গি হামলা হয়েছিল। এই বিষয়ে দিলবাগ সিং বলেন, ‘‌হামলায় ব্যবহৃত আইইডি যে পাকিস্তানে তৈরি হয়েছে, তা প্রমাণিত।’‌ গত ৬ জুলাই নর্থ ব্লকে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। সূত্রের খবর, সেই বৈঠকেই স্পষ্ট ভাবে তিনি জানান যে এয়ারফোর্স স্টেশনে হামলায় দায়ী পাক জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈবা।