আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ফের জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান

ফের জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান। শনিবার সকালে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে পাক বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালাল জিহাদিরা। সেখানে আত্মঘাতী হামলা হয়েছে বলেই জানা গিয়েছে। পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে এক হামলাকারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, আত্মঘাতী হামলায় এয়ার বেসে দাঁড়িয়ে থাকা তিনটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-জিহাদ পাকিস্তান। মোট হামলা চালায়।সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে অবস্থিত পাকিস্তান এয়ার ফোর্সের ঘাঁটিতে ছয়জন সশস্ত্র জঙ্গি হামলা চালায়। এয়ার ফোর্সের ঘাঁটিতে ঢোকার মুখে জঙ্গিদের বাধা দিতেই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয়েছে।

বিস্ফোরণের জেরে একটি বিমানে আগুনও ধরে যায়। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান। এর আগেও পাকিস্তানে একাধিকবার আত্মঘাতী হামলা চালিয়েছে এই জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান। এদিন মিয়ানওয়ালি বায়ু সেনা ঘাঁটির যে ছবিগুলি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে ঘাঁটির একাংশে বিস্ফোরণের জেরে আগুন জ্বলতে দেখা গিয়েছে।পাক সেনার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “৪ নভেম্বর ভোরে পাকিস্তান বায়ুসেনার মিয়ানওয়ালি ট্রেনিং এয়ারবেসে জঙ্গি হামলার প্রচেষ্টা করা হয়। তবে বাহিনীর তৎপরতায় সেই হামলা রোখা সম্ভব হয়েছে। সুরক্ষিত রয়েছেন সেনার আধিকারিক ও যাবতীয় সম্পত্তি। এয়ারবেসে প্রবেশ করার আগেই তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বাকি তিন জঙ্গিকে আটক করা হয়েছে।”