আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ: ৪ সেনা ও ১২ জঙ্গি নিহত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাকিস্তান সেনা ও জঙ্গিদের লড়াইয়ে ৪ সেনা ও ১১ জঙ্গি নিহত হয়। বুধবার জঙ্গিদের একটি দল পাহাড়ী কলশ সীমান্ত উপত্যকায় পাকিস্তানি পোস্টগুলিকে লক্ষ্য করে হামলা চালায়।

পাকিস্তান সেনার তরফে বুধবার বলা হয়েছে, সন্ত্রাসবাদীদের একটি বড় দল পাকিস্তান – আফগানিস্তান সীমান্তের কাছে তার নিরাপত্তা চৌকিতে হামলা করেছে এবং ভয়ঙ্কর সংঘর্ষের প্ররোচনা দিয়েছে। এর ফলে ৪ সেনা এবং ১২ জন হামলাকারী নিহত হয়।

বুধবার ভোরে জঙ্গি হামলাটি ১৬৭০ মিটার (৫৪৮০ ফুট) উচ্চতায় উত্তরের পার্বত্য কলশ সীমান্ত উপত্যকায় দুটি পাকিস্তানি পোস্ট লক্ষ্য করে হয়। একটি পাকিস্তানি সামরিক বিবৃতিতে বলা হয়, তার সৈন্যরা আক্রমণ প্রতিহত করেছে। উল্লেখ্য, আততায়ীরা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ছিল। এতে বলা হয়, জঙ্গিরা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে এসেছিল।

নিষিদ্ধ তেহরিক-তালিবান পাকিস্তান বা টিটিপি এর আগে অভিযানের দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বলেছে যে তাদের যোদ্ধারা পাকিস্তানি সৈন্যদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং পোস্টগুলি দখল করার সময় তাদের অস্ত্র উদ্ধার করেছে। টিটিপি প্রায়ই তার চরমপন্থী কার্যকলাপ সম্পর্কে নিজেদের কার্যকলাপ শেষে নিজেদের অস্তিত্ব জানান দেয়। তারা কতটা ক্ষয়ক্ষতি করতে পেরেছে তার খতিয়ানও তারা জারি করে।