দেশ ব্রেকিং নিউজ

চোখ রাঙাচ্ছে ওমিক্রন, ফের আক্রান্ত দিল্লি ও রাজস্থানে

দেশের দৈনিক সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তার মধ্যেই বাড়ছে ওমিক্রনের চোখরাঙানি। মঙ্গলবার দিল্লিতে নতুন করে ৪ জনের শরীরে ধরা পড়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। এই নিয়ে দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। এদিকে রাজস্থানে আক্রান্ত আরও ৮। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭। এই মুহূ্র্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫।

সূত্রের খবর অনুযায়ী, এই মুহূর্তে দিল্লির এলএনজেপি হাসপাতালে ৩৫ জন করোনা আক্রান্ত ভর্তি রয়েছে। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ৩ জন। এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন একজন।

সূত্রের খবর, বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন। ইংল্যান্ডে ওমিক্রনে প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সোমবার। নতুন স্ট্রেনে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার এই খবর নিশ্চিত করেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। সুরাটে এই স্ট্রেনে আক্রান্তের খোঁজ মিলেছে। ভারতের থেকে অবশ্য অনেক বেশি করুন পরিস্থিতি ব্রিটেনের। ওমিক্রন আতঙ্কে রীতিমতো কাঁপছে ইংল্যান্ড। ভ্যাকসিন নেওয়ার লাইন দীর্ঘায়িত হচ্ছে।

ভারতে করোনা সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ২৫২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ৮৮৮ জন। তবে কমছে অ্যাকটিভ কেস। বাড়ছে সুস্থতার হার। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৮ হাজার ৯৯৩ জন।

দেশ জুড়ে করোনার নতুন স্ট্রেন ‘ওমিক্রন’ আতঙ্কের কারনে তামিলনাড়ুতে ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক জনসমাবেশের উপরে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।