সম্প্রতি জল্পনার অবসান হল মেসির ভবিষ্যত নিয়ে। বার্সা ছেড়ে দুই বছরের চুক্তিতে তিনি যোগ দিলেন ফ্রান্সের ক্লাব প্যারিস সাঁ জাঁ তেই (পিএসজি)। সকলেই জানেন মেসির মতো মহাতারকার বেতন নেহাত কম হবে না? কিন্তু যেই দলে ব্রাজিলীয় সুপারস্টার নেইমার, ফরাসি তারকা কিলিয়ন এমব্যাপে বা আরেক আর্জেন্টাইন তারকা এঞ্জেল ডি মারিয়া খেলেন সেখানে মেসি কত পাচ্ছেন সেটা নিয়ে অবশ্যই কৌতূহল রয়েছে বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে। আসুন জেনে নেওয়া যাক পিএসজি-তে মেসিদের বেতন কত।
বলাই বাহুল্য লিওনেল মেসি যে ক্লাবে যাবেন তিনিই হবেন সেই ক্লাবের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার। পিএসজি-তেও তাই, মেসিই এখন সর্বোচ্চ বেতন পাচ্ছেন। পিএসজি থেকে মেসির বার্ষিক বেতনসহ মোট আয় ৪০ মিলিয়ন ইউরো। এরপর নেইমারের বেতন ৩৬ মিলিয়ন, আর ২৫ মিলিয়ন ইউরো বেতন পান কিলিয়ন এমব্যাপে। এই তিনজনই পিএসজি-র সর্বোচ্চ তিন বেতনভুক ফুটবলার। তবে মেসির কয়েকদিন আগেই রিয়েল মাদ্রিদ থেকে পিএসজি-তে যোগ দিয়েছিলেন সার্জিও রামোস। তিনিও ভালো বেতন পাচ্ছেন, এখান থেকে তাঁর বার্ষিক আয় ২০ মিলিয়ন ইউরো। একই আয় করেন আরেক ফুটবলার জিয়ানলুইগি ডোনারুম্মা। পরের স্তরে রয়েছেন মার্কুইনহোস, মার্কো ভেরাত্তি, ডি মারিয়া, কাইলর নাভাস, প্রেসনেল কিম্পেপ্পে এবং মাউরো ইকার্দির মতো ফুটবলাররা। তাঁদের বার্ষিক আয় ১৫-২৫ মিলিয়ন ইউরো। ফলে বোঝাই যাচ্ছে ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সাঁ জাঁ কত টাকা খরচ করছে ফুটবলারদের পিছনে। মেসিও ক্লাবে যোগ দিয়ে বলে দিয়েছেন তাঁদের লক্ষ্য এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা।
You must be logged in to post a comment.