“লটারিতে এক কোটি টাকা পাওয়ার পর হুমকি দিয়ে সেই টিকিট নিয়ে নেওয়া হয়।” বিস্ফোরক মন্তব্য লটারিতে এক কোটি টাকা প্রাপক নূর আলির বাবা কটাই শেখের৷ এদিন বোলপুরে অস্থায়ী ক্যাম্প অফিসে নূর আলিকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। লটারি টিকিট দিয়ে কালো টাকা সাদা হওয়ার রহস্য ভেদ হল বলাই যায়৷
বোলপুর থানার বড় শিমূলিয়া গ্রামের বাসিন্দা নূর আলি লটারি এক কোটি টাকা পেয়েছিল৷ এদিন শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে তাকে ডেকে পাঠানো হয়৷ লটারি প্রাপক নূর আলির বাবা কটাই শেখ জানান, লটারিতে এক কোটি টাকা পাওয়ার কিছুক্ষণ পরেই অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি বাড়িতে যায়৷ মাত্র ৫ থেকে ৭ লক্ষ টাকা নূর আলিকে দিয়ে ওই টিকিট নিয়ে চলে আসে৷ যারা গিয়েছিল তারা তৃণমূলের লোকজন বলেই অভিযোগ।
এদিন সিবিআই ক্যাম্প অফিসের সামনে বিস্ফোরক মন্তব্য করেন লটারি প্রাপক নূর আলির বাবা৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, এক কোটি টাকা পাওয়ার পরেই লটারি এজেন্সি মারফৎ খবর পান তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তারপরই লোকজন গিয়ে নূর আলিকে কার্যত হুমকি দিয়ে ওই টিকিট নিয়ে আসে৷
টিকিট প্রাপক নূর আলির বাবা কটাই শেখ বলেন, “ওই টাকা পেলে অনেক কিছুই করতে পারতাম৷ ভয়ে কিছু বলতে পারিনি৷ কয়েকজন তৃণমূলের লোকজন এসে ওই টিকিট নিয়ে যায়।”