বিজেপির সঙ্গে জেডিইউ এর সখ্যতা শেষ। দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটলো। মুখ্যমন্ত্রী পথ থেকে পদত্যাগ করলেন নীতিশ কুমার। শুরু বিহারের নতুন সমীকরণ।
দীর্ঘ বৈঠকের পর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন নীতিশ কুমার। বেশ কিছুদিন ধরেই বিহারে রাজনীতিতে তোলপাড় চলছিল। মঙ্গলবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল সমস্ত শিবিরে। পাটনাতে নিজের বাসভবনে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন নীতিশ কুমার। অন্যদিকে তেজস্বী যাদব আরজেডি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন নিজের বাড়িতেই। কংগ্রেস বিধায়করাও বৈঠক করেন পার্টি অফিসে। প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ করার কথা ঘোষণা করলেন নীতিশ কুমার।
ইস্তফা দেওয়ার পর বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, তাঁর দলের সব সাংসদ এবং বিধায়ক একযোগে এনডিএ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রথম বিহার সংকট নিয়ে সরকারিভাবে মুখ খুললেন নীতিশ কুমার। যদিও বিজেপির তরফে এ নিয়ে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, নতুন সরকার গঠনের ফর্মুলাও তৈরি হয়ে গিয়েছে। নতুন ফর্মুলা অনুযায়ী, নীতিশের দলের হাতেই থাকবে মুখ্যমন্ত্রিত্ব। অর্থাৎ ফের মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। খুব তাড়াতাড়ি ফের শপথ নেবেন তিনি।