রাত পেরোলেই ৭৫তম স্বাধীনতা দিবসে মাতবে গোটা দেশ। ইতিমধ্যে মানুষের মধ্যে ৭৫তম এই স্বাধীনতা দিবস নিয়ে উৎসাহ দেখা দিয়েছে। দিকে দিকে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা সহ একাধিক স্বাধীনতা সংক্রান্ত উৎসব।
সেই আনন্দ উৎসবে যাতে কোনরকম ভাটা না পড়ে, তাই নিরাপত্তার ব্যাপারে কোনরকম খামতি রাখতে চাইছে না প্রশাসন। বিগত দিনে বনগাঁ ও বসিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করে দেশের বিভিন্ন জায়গায় ছোট-বড় নাশকতার ঘটনা ঘটানো হয়।
তাই এবার আগেভাগেই প্রস্তুতি বনগাঁ ও বসিরহাট পুলিশ জেলা জুড়ে। বনগাঁর পেট্রাপোল, বাগদা, গাইঘাটার পাশাপাশি বসিরহাটের স্বরূপনগর, বাদুড়িয়া ও বসিরহাট ১নং ব্লকের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পুলিশের নজরদারি রয়েছে। অন্যদিকে তেঁতুলিয়া ব্রিজ, বসিরহাট ব্রিজ সহ ঘোজাডাঙ্গা স্থলবন্দর, হাকিমপুর, তারালি, বিথারী ও কৈজুড়ি সহ একাধিক সীমান্ত এলাকায় পুলিশ ও বিএসএফ যৌথ টহল দিতে দেখা যাচ্ছে।
মহকুমার বিভিন্ন পয়েন্টে রাতভর লাগাতার নাকা চেকিং করা হচ্ছে। প্রতিটি গাড়ি থামিয়ে গাড়িগুলিকে একদিকে যেমন চেক করা অন্যদিকে তাদের চালক ও যাত্রীদের পরিচয় পত্র এবং বৈধ নথিপত্র দেখা হচ্ছে। পাশাপাশি টাকি, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে হেমনগর পর্যন্ত সুন্দরবনের আন্তর্জাতিক জল সীমান্তে তৎপরতার ছবি দেখা পড়ছে বিএসএফ ও পুলিশের মধ্যে।
এমনকি সেখানে নদীপথে সীমানা ভাগ করে দুই দেশের সেই সমস্ত জায়গাগুলিতে বিশেষ নজরদারি চালানোর জন্য বিশেষ জওয়ান মোতায়েন করা হয়েছে। মোটের উপরে বলা চলে স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিরাপত্তার ব্যাপারে কোনরকম খামতি রাখতে চাইছে না সীমান্তবর্তী বনগাঁ ও বসিরহাটের প্রশাসন।