আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

নয়া তালিবানি ফতোয়া: এবার রেস্তোরাঁতে আফগান মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা

আফগানিস্তানে নতুন করে ক্ষমতা দখল করার সময় বিশ্বদরবারে নিজেদের বদলে যাওয়া রূপ তুলে ধরতে মরিয়া তালিবানরা৷ সেখানে ধীরে ধীরে ছেঁটে ফেলা হয়েছে মহিলাদের উত্তোরণের ডানা৷ তাঁদের আরও বেশি করে বেঁধে রাখতে নতুন ফরমান জারি করল আফগানিস্তানের তালিবান সরকার।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হেরাত প্রদেশের কোনও বাগান সমেত রেস্তোরাঁতে মহিলারা প্রবেশে করতে পারবে না৷ এমনকী পরিবারের সঙ্গেও ওই ধরনের রেস্তোরাঁয় যেতে পারবেন না মহিলারা। আপাতত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুধু হেরাত প্রদেশেই।

সম্প্রতি, আফগানিস্তানের ধর্মীয় প্রচারকরা তালিবান সরকারের কাছে মেয়েদের স্বাধীনতা নিয়ে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, বাগানওয়ালা বিভিন্ন রেস্তোরাঁয় খোলাখুলি ভাবে মেলামেশা করছে নারী-পুরুষ। এছাড়া আফগানিস্তানের মেয়েরা এখন হিজাব পরা কমিয়ে দিয়েছে। অনেকেই হিজাব না পরে রাস্তায় বেরিয়ে পড়ছেন৷ এতে ধর্মীয় অনুশাসন নষ্ট হচ্ছে। এই বিষয়ে তালিবান সরকারের কাছে পদক্ষেপ করার আর্জিও জানান ধর্মীয় প্রচারকরা। সেই আর্জিতে মান্যতা দিয়েই জারি করা হয়েছে নতুন ফতোয়া৷

আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের উপর একের পর এক নিয়ম-নীতি লাগু করেছে তালিবান সরকার। এটি আরও একটি সংযোজন।