দেশ ব্রেকিং নিউজ

বাড়ল নতুন জাতের আক্রান্ত

দেশে বাড়ছে করোনা নতুন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা। পুণের ল্যাবে নমুনা পরীক্ষা করে জানা গেল আরও ২০ জনের শরীরে মিলেছে করোনার নয়া প্রজাতি। এইভাবে চলতে থাকলে তা উদ্বেগের বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অর্থাৎ মোট ব্রিটেন ফেরতের ৫৮ জনের শরীর থেকে মিলেছে নতুন প্রজাতির ভাইরাস।
এই ভাইরাস তাঁরা আর কোথায় ছড়িয়েছেন তা নিয়ে ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। বেঙ্গালুরুর এনসিবিএস ইনস্টেম–এর ইনসাকগ ল্যাব ও সিডিএফডি হায়দরাবাদ এবং আইএলএস ভুবনেশ্বর, এনসিসিএস পুনেতে জিনোম সিকোয়েন্সের পর মিলেছে মিউটেন্ট ভাইরাসের খোঁজ। এইসব রাজ্যে নতুন প্রজাতির করোনা দেখা মিলেছে।
দিল্লিতে ১৯, কলকাতায় ১, পুণে ২৫, হায়দরাবাদ ৩, বেঙ্গালুরুতে ১০ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। সংখ্যাটা এমন দাঁড়ালেও তা আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যেই ভারত উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে।
উল্লেখ্য, ইতিমধ্যে দেশের হাতে করোনা দমনে দুটি অস্ত্র এসেছে। কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। দেশীয় টিকা হিসেবে আত্মনির্ভর ভারত গড়তে নরেন্দ্র মোদী আশা রেখেছেন কোভ্যাক্সিনের উপর। বিজ্ঞানীদের মতে করোনার নতুন জাতের সঙ্গে লড়তে পারবে কোভ্যাক্সিন। ডিসিজিআই–এর ডিরেক্টর বিজি সোমানি আশ্বস্ত করেছেন, দুটি ভ্যাকসিন ১০০ শতাংশই নিরাপদ।