ওম বিড়লাকেই স্পিকার পদে মনোনয়ন দিল এনডিএ। মঙ্গলবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে, ডেপুটি স্পিকার চেয়ে না পেয়ে পালটা স্পিকার পদে মনোনয়ন দিল ‘ইন্ডিয়া’ জোট। এদিন স্পিকার পদের জন্য বিরোধী জোটের পক্ষে মনোনয়ন জমা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা কে সুরেশ।
উল্লেখ্য, আগামী বুধবার, ২৬ জুন স্পিকার পদের নির্বাচন হবে। স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কে সুরেশ মঙ্গলবার বলেন, স্পিকার নির্বাচন সর্বসম্মতভাবে হবে। তবে স্পিকার ও ডেপুটি স্পিকার পদ নিয়ে বিজেপির মধ্যে ঐকমত্য গড়ে তোলার কোনও সদিচ্ছা নেই।
তিনি আরও বলেন, লোকসভার একটি ঐতিহ্য আছে। তাই এনিয়ে কোনও সংঘাতে যাবে না বিরোধী জোট। তবে স্পিকার নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলে ডেপুটি স্পিকার পদটিও বিরোধীদের দিতে হবে, এটাও সংসদীয় রীতি।