আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা। কার্যত সেকারণেই প্রাথমিক টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার বিভিন্ন জেলায় অতিরিক্ত বাস চালাবে পরিবহন সংস্থা এনবিএসটিসি। ইতিমধ্যেই এই বিষয়ে একটি বৈঠক সেরে ফেলেছেন সংস্থার কর্তারা। বিভিন্ন ডিভিশনে এ ব্যাপারে নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শতাধিক বাস চালাবে পরিবহন সংস্থা এনবিএসটিসি। কোচবিহার ডিভিশনের পাশাপাশি অন্যান্য ডিভিশনের এই বাস চালানো হবে।
এ বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘১১ডিসেম্বর যেহেতু রবিবার ছুটির দিন তাই বিশেষভাবে সবাইকে অনুরোধ ওইদিন পরীক্ষার্থীদের সুবিধার জন্য যেন পর্যাপ্ত যানবাহন রাস্তায় থাকে। সমস্ত বাস পথে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি বাস মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে ওই দিন যেন তারা তাদের সমস্ত বাস পথে নামান। পাশাপাশি আমি বেসরকারি বাস সংগঠনগুলিকে অনুরোধ করেছি ১১ তারিখ যেহেতু রবিবার তা সত্ত্বেও যেন ওইদিন বাসের কর্মচারীরা সকলেই কাজে যোগ দেন। জলপথ পরিবহনও ওইদিন চালু রাখা হচ্ছে।’
বর্তমানে প্রায় ২০০০ এর ওপরে সরকারি বাস চলাচল করে। মনে করা হচ্ছে রবিবার দিনও এতগুলি বাস পথে পাওয়া যাবে। সারা বাংলা মিলিয়ে প্রায় ৩৬ হাজারের কাছাকাছি বেসরকারি বাস ওই দিন চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। ওইদিন পরীক্ষার্থীদের যাতে কোনরকম সমস্যায় পড়তে না হয় তাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নাম্বারও যোগাযোগের জন্য দেওয়া হয়েছে বলে জানান তিনি।
দীর্ঘ পাঁচ বছর পর রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরের হবে। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯০ হাজার। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ। প্রায় ১৪০০টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।
You must be logged in to post a comment.