বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মান্দাস। যে কারণে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে। এর সরাসরি প্রভাব বাংলায় এসে পড়বে না। তবে শুক্রবারও উত্তর ও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। যার ফলে দুই বঙ্গেই সকালের দিকে ঠান্ডার অনুভূতি থাকবে। তবে রাতের তাপমাত্রা বাড়বে।
মূলত এই সাইক্লোনের প্রভাব পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশের উপকূলভাগে। বুধবার রাত থেকে এই নিম্নচাপটি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ভারতে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই। ৯ এবং ১০ ডিসেম্বর প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে চেন্নাইতে। বইবে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করেছে পুদুচেরি প্রশাসন, বলে সূত্রের খবর। এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে।
এই তিন জেলার উপকূলে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু , পুদুচেরী এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২ দিন। এর জেরে উপকূল সংলগ্ন দক্ষিণ ভারতের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।