বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে দেশি কই আর শিঙি মাছ নিয়ে হাজির একুশের ভোটে সিপিআইএমের জোট সঙ্গী তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাখীর দিন দুপুরে যান নওশাদ। তবে বুদ্ধবাবুর সাক্ষাৎ পাননি নওশাদ। কারণ বুদ্ধবাবু সেই সময়ে বিশ্রাম নিচ্ছিলেন। তাই তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেনআইএসএফ বিধায়ক। পাল্টা নওশাদ সিদ্দিকির শারীরিক অবস্থা বিষয়ে জানতে চান মীরাদেবী। সূত্রের খবর, অল্প বয়সে নওশাদ যেভাবে রাজনীতির বিষয়ে পারদর্শী হয়ে উঠেছেন, তা নিয়েও প্রশংসা করেন তিনি।উল্লেখ্য, এর আগে বুদ্ধবাবু যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনও তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী।