গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার দুপুরে হঠাৎ করেই শ্বাসকষ্ট জনিত শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খবর পেতেই শনিবার বিকেল ৪টে ২০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম এভিনিউয়ের বাড়িতে।
মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা অ্যাম্বুলেন্সে করে পাম এভিনেউয়ের বাড়ি থেকে তাঁকে নিয়ে আসেন ওই বেসরকারি হাসপাতালে। হাসপাতালে তার সঙ্গে রয়েছে ছেলে সুচেতন ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে অক্সিজেন বিপজ্জনক মাত্রায় নেমে গিয়েছে বলেই সূত্রের খবর। তবে হাসপাতাল থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। হাসপাতাল চত্বর ইতিমধ্যেই কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।