ভোটের প্রচার পর্ব শেষ করে কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়াল রকে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে জায়গাকে বিশ্ব চেনে ধ্যান মণ্ডপম নামে। প্রায় ৪৫ ঘণ্টা সেই ঐতিহাসিক স্থানেই ধ্যান করবেন মোদি। বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পুজো সেরে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। ধ্যানের সময়কালে প্রধানমন্ত্রী তরল পানীয়জাত খাদ্য খাবেন বলেই জানা গিয়েছে।
এই ৪৫ ঘণ্টা মৌনব্রত পালন করবেন মোদি। এমনকী, ওই ধ্যানের জায়গা থেকে বাইরেও আসবেন না তিনি। বেশিরভাগ সময়টাই কাটাবেন ধ্যান করে। জানা গিয়েছে, ধ্যানের সময় কোনও অন্ন গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী। সম্পূর্ণ তরল ডায়েটে থাকবেন তিনি।
প্রধানমন্ত্রীর ধ্যানে বসার প্রায় ১২ ঘণ্টা পর সংবাদসংস্থা ANI-এর এক্স হ্যান্ডেল থেকে ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেরুয়া বসন পড়ে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করছেন। প্রধানমন্ত্রীর হাতে রয়েছে রুদ্রাক্ষের মালা। প্রসঙ্গত, আজ থেকে ১৩১ বছর আগে এখানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ।