করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। হাসপাতালে ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষনে ছিলেন তিনি।তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
বৃহস্পতিবার ভেন্টিলেশন থেকে বের করা হল সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে। ভেন্টিলেশন সাপোর্ট ছাড়া গায়িকা কেমন থাকছেন, তা পরীক্ষা করার জন্যেই ভেন্টিলেশন থেকে বের করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসক ড. প্রতীত সামদানির তত্ত্বাবধানে চিকিৎসা চলছে লতা মঙ্গেশকরের। সুত্রের খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় ভালভাবে সাড়া দিচ্ছেন। স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে।আইসিইউতেই রাখা হয়েছে তাঁকে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানান, করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত তিনি।একটানা ১৯ দিন আইসিইউতে থাকায়, চিন্তিত তাঁর অনুরাগীরা। তবে এই পরিস্থিতিতে যাতে আর কোনও ধরনের গুজব বা ভুয়ো খবর না ছড়ায় তার অনুরোধ করেছেন গায়িকার পরিবার। তাছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও আর্জি জানিয়েছেন, ‘লতাদিদি সুস্থ আছেন। এই পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্য নিয়ে ভুল খবর রটানো থেকে বিরত থাকুন।’
গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। গায়িকার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছে তার অনুরাগিরা।