ব্রেকিং নিউজ রাজ্য

স্ত্রীকে খুন, মুখে অ্যাসিড, অভিযুক্তের যাবজ্জীবনের নির্দেশ

স্ত্রীকে নিশৃংসভাবে খুন করে মুখে আ্যসিড মেরে প্রমাণ লোপাটের চেষ্টা করায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল কাকদ্বীপ মহাকুমা আদালত। ধৃত ব্যাক্তির নাম চন্দন নায়েক। ধৃত ব্যক্তি নিশৃংসতার বিরলতম ঘটনা ঘটানোয় বৃহস্পতিবার তাকে এই সাজা দেওয়া হয়।

২০১৭ সালে গঙ্গাধরপুর ব্রিজের নীচ থেকে উদ্ধার হয় এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। স্থানীয় মৎস্যজীবীরা প্রথম এই মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের সময় ওই মহিলার মুখ ঝলসানো অবস্থায় ছিল।

পরে জানা যায়, ওই মহিলার মুখে আ্যসিড মারা হয়েছিল। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মহিলার নাম সুমনা নায়েক। ওই মহিলার স্বামীর সঙ্গে কোনো পারিবারিক অশান্তি ছিল না বলে খবর। প্রেম করে বিয়ে করেছিল ওই দুই যুগল।

এরমধ্যেই আর্থিক সংকটে ডুবতে থাকে চন্দন নায়েক। বাইরে কাজে যাওয়ার পরিকল্পনাও করছিল সে। সেজন্য তার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় চন্দন। এরমধ্যেই হঠাৎ স্ত্রীকে ডায়মন্ডহারবারে ডেকে আনে। এরপর সেখান থেকে কাকদ্বীপে নিয়ে যায়।

এরপর সেখান নিশৃ্ংস ভাবে খুন করে স্ত্রীকে। এই ঘটনায় সাজা শোনায় আদালত। ধৃত চন্দনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয় আদালত। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিয়েছে আদালত।