প্রয়াত মুকুল রায়ের স্ত্রী। মঙ্গলবার সকালে জীবনবসান হয়েছে। সম্প্রতি ফুসফুসের সমস্যা দেখা দিয়েছিল তাঁর, তাই ফুসফুস প্রতিস্থাপনের লক্ষ্যে তাঁকে চেন্নাই উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয় মঙ্গলবার সকালে। মুকুল রায়ের পত্নী বিয়োগ হওয়ায় শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেশ কয়েকদিন ধরে করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন মুকুল পত্নী কৃষ্ণ রায়। করোনামুক্ত হলেও ফুসফুসের জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করায় একমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। অবস্থা ক্রমশ জটিল হলে চেন্নাই থেকে চিকিৎসকের একটি দল কলকাতায় এসে তাঁর শারীরিক পরীক্ষা করে ফুসফুস প্রতিস্থাপনের কথা বলেন। সেই মতো কৃষ্ণা রায়কে চেন্নাইয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কৃষ্ণা রায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি শোকবার্তা দিয়ে মুকুল পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি লেখেন…
*মুখ্যমন্ত্রীর শোকবার্তা*
বিধায়ক শ্রী মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কৃষ্ণা দেবী বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি তাঁকে ঘনিষ্ঠভাবে চিনতাম। তিনি মানুষের ভালো চাইতেন।
আমি কৃষ্ণা রায়ের স্বামী মুকুল রায় ও পুত্র শুভ্রাংশু রায় এবং
পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
*মমতা বন্দ্যোপাধ্যায়*