ছোট ছেলে অনন্ত আম্বানির এক বক্তব্যে অঝোরে কাঁদলেন ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানি। ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল গোটা নেট দুনিয়ায়।
জন্মের পর থেকেই ছেলে অনন্তকে নিয়ে বহু টানাপড়েন চলেছিল। অটো ইমিউন , রিউমাটয়েড আর্থ্রাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, হেমোলাইটিক অ্যানিমিয়ার মত একাধিক সমস্যা ছিল অনন্ত আম্বানির। তাই, বাবা যতই দেশের বড় শিল্পপতি হোক, তবুও তো তিনি বাবা। স্বভাবতই ছেলের কথায় চোখের জল কোন বাধা মানলো না মুকেশের।
শুক্রবার গুজরাটের জামনগরে রিলায়েন্স চেয়ারপার্সন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের তিন দিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে অনন্তের মুখে ছোটবেলার স্ট্রাগেলের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন মুকেশ আম্বানি।
পরে অনুষ্ঠানে পরিবারের অনেক কথা তুলে ধরেন অনন্ত আম্বানি। শারীরিকভাবে বিশেষ বিবেচনা ও সেই অনুযায়ী সব সময় পাশে থেকে অনুপ্রেরণা দেওয়ায় ধন্যবাদও দেন তার বাবা-মাকে। তার শৈশবে স্বাস্থ্যের সঙ্গে লড়াইয়ের ও যন্ত্রণার কথা ছেলের মুখে শুনে অশ্রুসিক্ত হয়ে পড়েন মুকেশ আম্বানি।
অনন্ত আম্বানির কথায় , “আমি শৈশব থেকেই অনেক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয়েছি, কিন্তু আমার বাবা এবং মা আমাকে তা কখনো অনুভব করতে দেননি। তারা সব সময় আমার পাশে থেকেছেন। আমার জীবন পুরোপুরি গোলাপের বিছানা ছিলো না। আমি কাঁটার যন্ত্রণা অনুভব করেছি। কিন্তু আমার মা-বাবা নিজেদের সাধ্যের বাইরে গিয়েও আমার ভালো করার চেষ্টা করেছেন। ছোটবেলা থেকেই আমি নানান অসুখে ভুগেছি। আমার বাবা মা কোনোদিন বুঝতে দেয়নি যে আমি অসুস্থ।”
তিন দিনের এই মেগা আয়োজনে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিসহ এক হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, দীপিকা পাদুকোন এবং রণবীর সিংয়ের মতো শীর্ষ বলিউড তারকারা।