জেলা ব্রেকিং নিউজ

ছেলে- মেয়েকে কীটনাশক খাইয়ে আত্মহত্যা মায়ের

ছেলে ও মেয়েকে কীটনাশক খাইয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল মা। ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। ছেলেটির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি রেফার করা হয়। কিন্তু ক্রমশ তার অবস্থার অবনতি হয় এবং শেষ পর্যন্ত মারা যায় ছেলেটিও। জানা গেছে,মৃত ওই মায়ের নাম আরতি সরকার (২২) ও মেয়ে প্রিয়া সরকারকে ( ০২ ) ।

জানা গেছে, জলপাইগুড়ি জেলার শেষ প্রান্ত কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার ক্ষেতি- ফুলবাড়ি এলাকার বাসিন্দা আরতী সরকার। তার স্বামী রণজিৎ মন্ডল কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন আরতি দেবী। সোমবার দুপুরে তাদের বাড়ি আসেন আরতির প্রতিবেশী এক ঠাকুমা। এসে চক্ষু চড়কগাছ ঠাকুমার। ঠাকুমা নমিতা বালা বিশ্বাস ঘরে ঢুকে দেখেন ফাঁস লাগিয়েছে তার নাতনি আরতি সরকার। আর ছেলে এবং মেয়ে মেঝেতে পড়ে রয়েছে। এরপর নমিতা দেবী পাড়া প্রতিবেশীদের ডাকাডাকি করলে তারা এসে তাদের তিনজনকে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু কী কারণে এই ঘটনা ঘটালেন আরতি দেবী সে সম্পর্কে কিছু স্পষ্ট করে জানা যায়নি। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো কারণ রয়েছে এই আত্মহত্যার পিছনে তার তদন্ত করছে পুলিশ।