জেলা টুকরো খবর

মোবাইল না পেয়ে আত্মহত্যা স্কুলছাত্রের

মোবাইল চেয়েছিল ছেলে, বকাবকি করেছিলেন বাবা-মা। দুঃখে আত্মহত্যা করল অষ্টম শ্রেণির ছাত্র। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃতের নাম শানু মণ্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-র কুমারশা গ্রামে।

ট্যাংরাখালি পরশুরাম যামিনীপ্রাণ হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শানু। বাবা পেশায় রাজমিস্ত্রি। কয়েকদিন ধরে মোবাইল ফোনের জন্য আবদার করছিল শানু। কিন্তু সেই আবদার না মেটাতে পারায় নিজের পড়ার ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই স্কুলছাত্র। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শানুকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।