গত কয়েক দিনের প্যাচপ্যাচে গরমে নাজেহাল রাজ্যবাসী। এক ফোঁটা বৃষ্টির জন্য চাতকের মতো অপেক্ষা। ইতিমধ্যেই কেরলে বর্ষা ঢুকে গিয়েছে। এবার বাংলার পালা। এই আশার কথা শোনাল আবহাওয়া অফিস। আগামী সাতদিনের মধ্যে বঙ্গে আসছে বর্ষা। জুন মাসের তৃতীয় দিনেই কেরলের পথ ধরে বর্ষা পদার্পণ করেছে ভারতে। ইতিমধ্যেই কেরলে বর্ষার আগমনে দক্ষিণাংশ বরাবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আইএমডির পক্ষ থেকে এই রিপোর্ট পেশ করার পাশাপাশি জানানো হয়, কেরল ও কর্ণাটকের বিস্তীর্ণ এলাকার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর তারই পাশাপাশি বাংলাতেও প্রাক বর্ষার বার্তা দিয়েছে আবহাওয়া অফিস।
১১ জুন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের হাত ধরেই রাজ্যে বর্ষার আগমন ঘটবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ১০ তারিখ পর্যন্ত হালকা, বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ১১ তারিখ থেকে সব জেলাতেই বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আপাতত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সাধারণভাবে জুনের প্রথম দিকেই রাজ্যে ঢোকে বর্ষা। উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয় প্রথমে। তারপর থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যায় বর্ষার বৃষ্টি। তবে এবার কিছুটা দেরী করেই বর্ষা ঢুকছে রাজ্যে।
এই নিম্নচাপ নিয়ে ইতিমধ্যেই চিন্তা বাড়ছে উপকূলের জেলা ও সুন্দরবনের মানুষের। কারণ, নিম্নচাপ যদি কোনওভাবে গভীর নিম্নচাপের চেহারা নেয় তা হলে ফের বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট তৈরি হবে। এখনও ঘূর্ণিঝড় ইয়াসের ধাক্কাই সামাল দিয়ে উঠতে পারেননি তাঁরা। ফের ঝড়-বৃষ্টি মানেই ভাঙা বাঁধের উপর ধাক্কা। ওড়িশা, বিহার, ঝাড়খন্ড, সিকিম এবং ছত্তিশগড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে। বৃষ্টির সম্ভাবনা বাড়ছে উত্তরবঙ্গেও। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের দু’একটি জেলায়। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।